সারাদেশের ন্যায় গাইবান্ধায় করণা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষার্থে গাইবান্ধা জেলা পুলিশ ব্যাতিক্রম ধর্মী উদ্দোগ গ্রহণ করেছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম নির্দেশে ও সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান উদ্দোগে মঙ্গলবার শহরের ১ নং ট্রাফিক মোড় সহ বিভিন্ন মোড়ে সচেতনতামূলক ফেস মাস্ক ও ” মাস্ক পড়ার অভ্যাস, করনা মুক্ত বাংলাদেশ” লেখা সংযুক্ত ষ্টিকার বিতরণ করেছেন গাইবান্ধা সদর থানার এসআই রাফায়েত হোসেন।
এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন-আগে করনা ছিল। করনার সময় লক ডাউন থেকে শুরু করে লাশ দাফন, মানুষকে হোম কোয়ারেন্টাইন করা, গাড়ি ঘোরা নিয়ন্ত্রণ সব কিছুই পুলিশ করেছে। মাঝখানে লক ডাউন উঠে যাওয়ায় মানুষ ইচ্ছেমতো চলাচল করছে। করনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জেলা পুলিশ নতুন করে মাস্ক বিতরণ করছে। করনা প্রাদুর্ভাব যাতে আর না ছড়ায়। মানুষ যাতে নতুন করে করনায় আক্রান্ত না হয় সে সচেতনতামূলক প্রতিটি গাড়ি, রিক্সা চালক, অটো চালক, যাত্রী, ভিক্ষুক, পথচারীদেরকে মাস্ক বিতরণ করছি। সে সাথে যারা মাস্ক কিনতে পারে না, কেনার সামর্থ নেই তাদেরকে মাস্ক পড়িয়ে দিচ্ছি ও মাস্ক পড়ার অভ্যাস গড়ে তুলার নির্দেশনা দিচ্ছি। প্রতিটি গাড়ির সামনে ষ্টিকার লাগিয়ে দিচ্ছি। মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।
অন্যদিকে – পথচারী সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মী নূর ইসলাম বলেন- আগের থেকে করনার প্রভাব বেড়ে গেছে। মানুষকে সচেতন করতে প্রশাসন জনগণের মাঝে মাস্ক বিতরণ করছে। প্রশাসনের এটা একটা ভাল উদ্দোগ। প্রশাসনের এ সচেতন করা থেকে জনগণের ভাল হবে ও করনা থেকে মুক্তি পাবে।
বিডি গাইবান্ধা/