স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের ৫ম দিন “উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক” গাইবান্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজনে সোমবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ( উপ-সচিব) মোছাঃ রোখছানা বেগম।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার জুয়েল মিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক কে,এম রেজাউল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
আলোচনায় বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারনে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্র্যতার ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল শুরু হয়েছে বাংলাদেশে। দারিদ্র্য শূন্যের কোঠায় নিয়ে আসা আসবে। শিক্ষার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। শিক্ষকদের উন্নয়ন হলে শিক্ষার উন্নয়ন হবে। উন্নয়ন অব্যাহত থাকবে, গতি বৃদ্ধি পাবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পকলা একাডেমী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার শাহীন দেলোয়ার, লোকমান হোসেন, ইফতেকার রহমান, শিল্পকলা একাডেমী গাইবান্ধার কালচারাল অফিসার আলমগীর কবির, সাংবাদিক সঞ্জয় সাহা সহ জেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি গাইবান্ধা/