মেন্স ওয়ার্ল্ডের অর্থায়নে ও জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘের আয়োজনে গাইবান্ধা জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার, ৭০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দিনভর সদর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার গরীব-অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করা শীতবস্ত্রের মধ্যে ছিলো কম্বল, জ্যাকেট, শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, মেন্স ওয়ার্ল্ডের পরিচালক মো. আনিসুর রহমান টিটু ও তার সফর সঙ্গি মো. বেলাল হোসেন মোল্লা, জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক,অর্থ বিষয়ক সম্পাদক মোঃরুবেল মিয়া, সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সদস্য জাহিদ ী। এছাড়া এসময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ ইভেন্ট প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন মিলন, সাঘাটা প্রতিনিধি ফাহমুদুল ইসলাম প্রমুখ।
জোনার ফাউন্ডেশনের আয়োজনে সুষ্ঠভাবে শীতবস্ত্র বিতরণ সম্পুর্ণ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন মেন্স ওয়ার্ল্ডের পরিচালক আনিসুর রহমান টিটু। এসময় তিনি আগামীতে আরও বেশি সহযোগিতার আশ্বাস দেন।
জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান শাওন জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। এই শীতে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচি অব্যহত থাকবে।