বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সাদুল্লাপুর শহরের আবু হোসেন সুপার মার্কেটে বিডি গাইবান্ধা ডট নিউজের বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধনের পর জিল্লুর রহমান পলাশকে সম্পাদক ঘোষণা করেন নির্বাহী প্রধান আশিকুর রহমান শাওন।
দীর্ঘ দেড় যুগের বেশি দায়িত্বশীল, অভিজ্ঞতা সম্পন্ন ও প্রগতিশীল সাংবাদিক জিল্লুর রহমান পলাশ সম্পাদকের নতুন দায়িত্ব পাওয়ায় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় গাইবান্ধা ডট নিউজ পরিবার ও অতিথিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে জিল্লুর রহমান পলাশ বলেন, ‘দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতা জীবনে মফস্বলের জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী হিসেবে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছি। তবে এবারই প্রথম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের দায়িত্ব নেয়া। তাও সংকটময় পরিস্থিতির এই কঠিন সময়ে। দায়িত্বশীলতা, ঝুঁকিপূর্ণ আর নানা সীমাবদ্ধতা সত্বেও পোর্টালের নির্বাহী প্রধাণ তরুণ-উদীয়মাণ সাংবাদিক আশিকুর রহমান শাওনের বারবার অনুরোধ চেষ্টা করেও ফেলতে পারিনি। সম্পাদকের দায়িত্বের কাজটি জানি কঠিন ও অনেক বড় একটা চ্যালেঞ্জ। চেষ্টা করবো গোটা সাংবাদিকতা জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে গাইবান্ধা ডট নিউজকে নতুন ও ভিন্ন আইডিয়ায় সাজানোর। নিউজ পোর্টালটি ভালো সাংবাদিকতার চর্চা এবং সব ধরণের সংবাদ পরিবেশনের নতুনধারা সৃষ্টি করবে বলেও আশা করেন তিনি’।
১৯৯৯ সালে ছাত্রবস্থায় ‘সাপ্তাহিক পত্রিকা’ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন জিল্লুর রহমান পলাশ। একাধারে তিনি বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করেন। ২০১১ সালে যায়যায়দিনের জেলা প্রতিনিধির দায়িত্ব নেয়ার মধ্যে দিয়ে শুরু করেন তিনি জেলা পর্যাযের সাংবাদিকতা। ২০১৩ সালে অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্টের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে বর্ষ সেরা রিপোর্টার নির্বাচিত হন তিনি। এছাড়া জিল্লুর রহমান পলাশ জাগো নিউজ২৪ ডটকমেও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি ২০১৬ সালে বাংলা টিব্রিউন ও ২০১৭ সালে যমুনা টেলিভিশনে যোগদান করে করেন। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে এই পেশায় জিল্লুর রহমান পলাশ সাফল্যের সঙ্গে পথ চলছেন।
গাইবান্ধার সাদুল্লাপুরের কৃতি সন্তান জিল্লুর রহমান পলাশ রংপুর কারমাইকেল কলেজ থেকে ২০১১ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া ২০১৩ সালে গাইবান্ধা আইন মহাবিদ্যালয় থেকে আইনে ডিগ্রী (এলএলবি) অর্জন করেন তিনি।
“ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে’ এই শ্লোগানে সাদুল্লাপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘের প্রকাশনায় বিডি গাইবান্ধা ডট নিউজের যাত্রা শুরু করে প্রায় এক বছর আগে।
জেলার সাদুল্লাপুর উপজেলা শহরের আবু হোসেন সুপার মার্কেটে বার্তা ও বাণিজ্যিক কার্যালয় থেকে পরিচালিত হবে বিডি গাইবান্ধা ডট নিউজ (www.bdgaibandha.news) অনলাইন নিউজ পোর্টালটি।