জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ গাইবান্ধা এর আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার,গাইবান্ধা সদর উপজেলার খিদির শরীফ আল ওয়াহেদি উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে যৌন হয়রানি, বাল্যবিবাহ, শারিরিক ও মানসিক নির্যাতন এবং নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২৫ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি নুসরাত জামান লামিয়া, সহ সভাপতি শাহাদাৎ হোসেন মানিক, সাধারণ সম্পাদক এহসানুল হক নির্জন,যুগ্ম-সাধারণ সম্পাদক আসমাউল হুসনা রোদেলা, সাংগঠনিক সম্পাদক মৃন্ময়, শিশু গবেষক মেবাহুল জান্নাত মাহিম, শিশু সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব শিশু সংসদ সদস্য সিয়াম মিয়া এনসিটিএফ জেলা কমিটির সাধারণ সদস্য আকাশ, নাফিস,লুবাহ, সেভ দ্য চিলড্রেনস ইন বাংলাদেশ গাইবান্ধা জেলা ইয়ুথ মেন্টর মোঃ মেহেদী হাসান ইয়ুথ মেন্টর সদস্য মোঃ মশিউর রহমান মুছা প্রমুখ।
ক্যাম্পেইনে যৌন হয়রানি, বাল্যবিবাহ, শারিরিক ও মানসিক নির্যাতন এবং নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২৫ সম্পর্কে সকলকে ধারণা প্রদান করা হয়। ক্যাম্পেইন এ উক্ত আলোচনার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।