ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি শিশু শ্রম
নিরসন প্রকল্পের আয়োজনে কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন ও আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য সেলাই-মেশিন, টুলস বিতরন অনুষ্ঠিত হয।
গত রোববার ১৭ই সেপ্টেম্বর বিকেল ৫টায় দিনাজপুর সদর
উপজেলা কারিতাস মিলনায়তন প্রাঙ্গনের হলরুমে প্রশিক্ষন প্রাপ্ত শিশু,
পিতা-মাতা ও কমিটির সদস্যবৃন্দদের অংশগ্রহনে দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন
এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত
মহিলা আসন-৩২ এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, ঝড়ে পড়া শিশু ও শিশু শ্রম নিরসনে ওয়ার্ল্ড ভিশন পাঁচ বছর ধরে কাজ করছে। ১৯৪১ সালে উন্নত দেশের কাতারে যেতে বর্তমান ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে হলে ঝড়ে পড়া শিশুদের পিছিয়ে রাখা যাবে না। তারা এই সমাজের অংশ। ওয়ার্ল্ড ভিশন এই সমাজে আলো জ্বালিয়ে দেয় তা সংরক্ষন করে আমাদের ধরে রাখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। ঝড়ে পড়া শিশুরা কারিগরি শিক্ষায় সঠিক দক্ষতা লাভ করে নিজেকে সাবলম্বী করে গড়ে তুলতে পারবে।
ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট রুনা লায়লা, দিনাজপুর কারিতাস এর আঞ্চলিক পরিচালক রঞ্জন জনপল রোজারিও, শিশু শ্রম নিরসন মনিটরিং কমিটির সদস্য সামিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ঝড়ে পড়া শিশুদের মধ্যে টেইলারিং প্রশিক্ষনপ্রাপ্ত ১৫টি সেলাই মেশিন ড্রেস মেকিং কার্যক্রমের জন্য ১৫জন মেয়ে শিশুদের এবং অটো মোবাইল প্রশিক্ষন প্রাপ্ত ২০ জন ছেলে শিশুদেরকে সনদপত্রসহ টুলস বিতরন করা হয়।