দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের ষ্টাফ রিপোর্টার সাংবাদিক হুমাযুন কবীরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আছর দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্ট সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তমিজউদ্দিন ।
উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এমদাদুল হক মিলন,দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি গৌরী শংকর রায়,সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি নুরুল হুদা দুলাল, ডিবিসি নিউজের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, আরটিভির দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ রেজাউল করিম রঞ্জু, দৈনিক দিনবদলের সম্পাদক রেজাউল করিম, দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, প্রবীন সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক আকরাম হোসাইন বাবলু, সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক লিটন হোসেন আকাশ, দৈনিক আজকের দেশবার্তার ডেপুটি ইউনিট চীফ মো. রফিক প্লাবন, আলোকিত দিনাজপুরের ইউনিট চীফ আমির হোসেন বাদশা, সাংবাদিক ইমরুল কায়েস রুপম সাংবাদিক ইউসুফ আলী প্রমুখ। দোয়া মাহফিলে অংশ নেন সাংবাদিক হুমান কবিরের তিন ছেলে যথাক্রমে ছেলে ফাহমি কবির, ফয়সাল কবির ও শাদমান কবির । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং সংবাদ পত্র হকার্স বৃন্দসহ মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
এসময় সাংবাদিক হুমায়ুন কবীরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।