এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হুমায়ূন কবির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস চিকিৎসা নেয়ার পর তিনি আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর আসার পথে বগুড়ায় তিনি ইন্তেকাল করেন।
হুমায়ুন কবির এটিএন বাংলা ও এটিএন নিউজে দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ২৪ বছর কাজ করেছেন। রবিবার সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে রিলিজ দিয়ে তার পরিবারের কাছে তুলে দেন।
সাংবাদিক হুমায়ূনের পারিবারিক সুত্র জানিয়েছে, আগামীকাল ১২সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সোনাপীর গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ। দিনাজেুরে বসবাসরত রাজনীতিবিদ ও সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।