গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা’র শুভ বিদায় ও নবাগত নির্বাহী প্রকৌশলী সায়হান আলী’র শুভ বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সকল কর্মকর্তা- কর্মচারী ও ঠিকাদারবৃন্দ’র আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, নবাগত নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, অত্র দপ্তরের ঠিকাদার ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাদুল্যাপুর সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, ফুলছড়ি উপ-সহকারী প্রকৌশলী ইউনুস আলী, ঠিকাদার মোফাজ্জল হোসেন সরকার সহ অনেকে।
আলোচনা শেষে বিদায়ী নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা কে বিদায় জানান এবং নবাগত নির্বাহী প্রকৌশলী সায়হান আলী দুইজনকে ক্রেস্ট প্রদান এর মধ্যে সম্মাননা স্বারক প্রদান করেন ও টোকেন গিফট প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারবৃন্দ।
বিডি গাইবান্ধা/