৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট মাঠ
প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলার এস.এস.সি, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের
সম্মাননা-২০২৩ প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, স্মার্ট
বাংলাদেশ বিনির্মাণে তোমাদের কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও
বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইস্তিহারে বলেছিলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি তার কথা রেখেছেন। তারই ধারাবাহিকতায় এবার
তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন। তোমাদের স্বাধীনতার প্রকৃতি ইতিহাস জানতে
হবে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস
সামাদ আজাদ, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার
মমিনুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর
ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি জিপিএ-৫
সম্মাননা বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সদস্য সচিব মোঃ
আতিকুর রহমান নিউ, দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ
মোসাদ্দেক হোসেন বাবলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-উর-রশিদ। শেষে প্রধন অতিথি ও
বিশেষ অতিথিদ্বয় দিনাজপুর সদর উজেলার এসএসসি, জিপিএ-৫ প্রাপ্ত কতি শিক্ষার্থীদের
মাঝে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে নবরূপীর শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান উপস্থাপন করে।