দিনাজপুর জেলার,বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চোর সন্দেহে কয়েকজন কে আটক করেছে স্থানীয় জনতা। গত কয়েক দিন যাবত কঙ্কাল চুরির বিষয়ে বেশ আতঙ্কে ছিল এলাকাবাসী। কিন্তু আজকে তাদেরকে হাতেনাতে ধরছে স্থানীয় জনতা। সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে আছে বাঘে পেলেই চোরের শায়েস্তা করে নেবে। ৫ জন কঙ্কাল চোর ১৬ দিনের মধ্যে তারা দুটি কবরস্থান (তুলশীপুর এবং চৌধুরীহাট) হতে ৩দিন চুরি করে। আর চতুর্থ দিনে ধরা পড়লো জনতার হাতে।
রবিবার রাত ১১:৩০ দিকে খবর পেয়ে নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আটককৃতদের থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরি করে রংপুর ও ঢাকায় সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছে আটকৃতরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী।
আটকৃতরা হলেন- লালচান,সিরাজুল ইসলাম,সোবাহান বাবর আলী, ফরিদ শেখ ফরিদ, দেলয়ার হোসেন বাবু। তারা দীর্ঘদীন ধরে কঙ্কাল চুরি করে আসছিল।