: গাইবান্ধায় ফলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাহেব উল্লাহ উচ্চ বিদ্যালয় সহ দুটি স্কুলের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার বাস্তবায়নে ভবন দুটি নির্মিত হয়।
ফলিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও সাহেব উল্লাহ উচ্চ বিদ্যালয় আয়োজনে পৃথক পৃথক ভাবে নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -২ আসন এর সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
হুইপ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন ২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ। ২০৩৫ সালে আমরা উন্নত বাংলাদেশের নাগরিক হব। সে বাংলাদেশকে তোমাদের টিকে রাখতে হবে। সেই বাংলাদেশে তোমাদের যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, ফলিয়া বালিকা উচ্চবিদ্যালয় সভাপতি মোজাম্মেল হক রাজা, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সাহেব উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আমজাদ হোসেন সরকার, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক খাইরুজ্জামান,শহিদুর রহমান, ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগ সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নওশের আলম, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিলন কুমার দেব।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহান ই- নূর এর ঠিকাদার আ,স,ম আনোয়ারুল হক ও আরিফুজ্জামান, বোয়ালী ইউনিয়ন যুবলীগ সভাপতি তৌহিদুর রহমান তুহিন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ আওয়ামী লীগ অংগ সংগঠন নেতাকর্মীবৃন্দ।
পবিত্র কোরআন তেলওয়াত করেন- শিক্ষার্থী নিরব। পবিত্র গীতা পাঠ করেন- শিক্ষার্থী পিংকী রানী সরকার।
বিডি গাইবান্ধা/