: “সঠিকভাবে ধুবো হাত, রোগবালাই দূরে থাক” এই লক্ষ্যে হাত ধোয়ার অভ্যাস বৃদ্ধির জন্য ১ হাজার জন ২শ জন শিক্ষার্থীদের( শিশু) মাঝে সাবান বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে রবিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া মিয়াজান ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে শিশু( শিক্ষার্থীদের) মাঝে ১ হাজার ২শ পিছ সাবান প্রধান অতিথি হিসাবে বিতরণ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম প্রামাণিক কোর্ট।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর গাইবান্ধা এরিয়া প্রগ্রাম ম্যানেজার উত্তম দাস, সিনিয়র প্রগ্রাম অফিসার যোসেফ মার্ডী সহ শিশু শিক্ষার্থীরা।
বিডি গাইবান্ধা/