: গাইবান্ধা শহরের পুরাতন জেল খানা মোড়ে ঘাতক ট্রাক চালক কেড়ে নিল দায়িত্বরত ট্রাফিক কনষ্টেবল বিপ্লব ইসলাম (৫১) জীবন।
জানা গেছে- গাইবান্ধা জেলা ট্রাফিক কনষ্টেবল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলী’র পুত্র মোঃ বিপ্লব প্রামানিক গাইবান্ধা শহরের পুরাতন জেল খানার মোড় ( পুলিশ বক্স) এর সামনে ২৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে সকালে ডিউটি ছিল তার। এ জন্য তিনি মোটরসাইকেল যোগে জিরোপয়েন্টে আসেন। তখন বালাসি ঘাটের দিক হতে একটি অজ্ঞাতনামা খালি ট্রাক এসে সুন্দরগঞ্জের দিকে মোড় নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক কনষ্টেবল/বিপ্লব প্রামাণিক কে কে চাপা দিয়ে দ্রুত গতিতে সুন্দরগঞ্জের দিকে পালিয়ে যায়। এতে ট্রাফিক কনস্টেবল বিপ্লব ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। বিপ্লব গাইবান্ধা শহরের থানা পাড়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন।
কনস্টেবল মোঃ বিপ্লব প্রামানিক এর অকাল মৃত্যুতে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ও গাইবান্ধা প্রেসক্লাবের নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বিকেলে পুলিশ লাইন্স এ জানাযা নামাজ শেষে নিহতের গ্রামের বাড়িতে কবর দেয়া হয়।
বিডি গাইবান্ধা/