নারী ও শিশুর প্রতি সহিংসতা, শিশু সুরক্ষা সহ বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এস.বি. সি প্রজেক্টের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে নারী ও শিশুর প্রতি সহিংসতা সহ শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এস.বি. সি প্রজেক্টের মাধ্যমে গাইবান্ধা জেলার সদর ও ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচীর ন্যায় ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ বন্ধ ও শিশু সুরক্ষা নিয়ে তিন ব্যাপী কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ সহয়তা প্রদান করেন উপজেলা নিবাহী অফিসারআনিসুর রহমান, মহিলা বিষয়ক কমকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া এবং ফুলছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা।
তিনদিন ব্যাপী কর্মশালাটি সমন্বয় করেন ওয়াল্ডভিশন এসবিসি প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন।
উপজেলা নিবাহী অফিসার মোঃ আনিসুর রহমান বলেন মাদ্রাসায়,মসজিদে ও আরবি পড়ানোর সময় এবং ইসলামের আলোকে সুন্দর সুন্দরবানী প্রতিমাসে একবার খুদবার বয়ানে নিয়ে আসা যাহাতে সকল শিশু বাল্যবিবাহ থেকে বিরত থাকে। ২০ জন ইমামই অঙ্গীকারাবদ্ধ , প্রত্যেক ইমাম প্রত্যেকের অবস্থান থেকে মাসে একবার খুদবায় বাল্যবিবাহের কুফল, ইসলামের আলোকে নারীর প্রতি সম্মান কি হওয়া উচিত এরং শিশুর অধিকার তুলে ধরবেন। উপজেলা নিবাহী অফিসার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মঙ্গল কামনা করে তিনদিনের প্রশিক্ষনের কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন।
বিডি গাইবান্ধা/