রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন: আলোচনা সভা

সঞ্জয় সাহা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

: “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই লক্ষ্যে গাইবান্ধায় ২৩ আগষ্ট হতে ২৯ আগষ্ট সপ্তাহব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।

 

হুইপ বলেন- আমাদের খাদ্য উৎপাদন করার জন্য বৃক্ষরোপন করা দরকার। আমরা গাছ রোপন করে ফল পাই। আমাদের জেনারেশনকে সারা বছর কিভাবে পুষ্টি চাহিদা দেয়া যায় সে জন্য বৃক্ষরোপন করা দরকার।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- ২০৪১ সালে তোমরা যারা স্মার্ট বাংলাদেশের নাগরিক হবা তখন তখন তোমাদের হাতেই থাকবে সে দেশের ভার। তোমাদেরকে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। মাদক থেকে নিজেকে সরিয়ে রাখবে।

 

সভাপতিত্ব করেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক খোরশেদ আলম, সামাজিক বন বিভাগ, রংপুর এর বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

 

জনাব মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রংপুর বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন- সাংস্কৃতিক সংগঠক শিরিন আখতার।

আলোচনার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন গাইবান্ধা ভিএইড রোড কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির এর সহকারী পুরোহিত দ্বীপ মুন্সি।

আলোচনা শেষে ষ্টল পরিদর্শন করেন ও গাছ ক্রয় করেন হুইপ। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সামাজিক বনায়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এইচ এম শরীফুল আলম মন্ডল, এনডিসি জুয়েল মিয়া সহ অনেকে।

 

মেলায় ষ্টল প্রদানকারী ফারমার্স মার্কেট এর পরিচালক গোলাম কিবরিয়া দৈনিক আমার বার্তা প্রতিবেদককে জানান- এটা সমন্বিত কৃষি খামার। কৃষির যত উইংস আছে সবগুলো এখানে পাওয়া যায়। তারই বিক্রয় প্রদর্শনী কেন্দ্র ফারমার্স মার্কেট।

 

তিনি বলেন- আবহাওয়ার যে পরিবর্তন তা রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। স্বতঃস্ফূর্তভাবে মেলায় সবার অংশগ্রহণ করা উচিত। মানুষকে গাছ রোপনের জন্য উৎসাহিত, গাছ রোপনের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য জমজমাট ভাবে মেলা করা দরকার। সরকারি বরাদ্দ কম থাকায় মেলা করাই কষ্টকর।.

গাইবান্ধা সামাজিক বনায়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এইচ এম শরীফুল আলম মন্ডল বলেন-মেলায় ফলজ, বনজ, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে অনেক গাছের সমারোহ। ষ্টল মালিকরা বিভিন্ন স্থান হতে বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন করেছে মেলায়। আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি পুষ্টি চাহিদা মেটাতে আমরা যেন ফল খেতে পারি ও গাছ লাগাতে পারি, সে জন্য ৭দিন ব্যাপী এই মেলার আয়োজন।

 

মেলায়-সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চার ভাই, এক বোন নার্সারী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু, এস,কে,এস ফাউন্ডেশন,হিমু নার্সারী, মামুন নার্সারী, বিসমিল্লাহ নার্সারী,ফার্মাস মার্কেট, কফি আড্ডা সহ ৩৩ টি ষ্টল স্থান পায়।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102