: গাইবান্ধা সদর উপজেলার ” উত্তর গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়” এর নবনির্মিত চারতলা একাডেমিক ভবন সহ দুটি স্কুলের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মিত হয়।
মঙ্গলবার সকালে উত্তর গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসন সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
তিনি বলেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে দেশ এগিয়ে নিয়ে গেছে। এতে করে দেশে উন্নয়নের ছোয়া লেগেছে। আগে পায়ে ভ্যান চালাতে হত, মালামাল কম বহন করা যেত। কিন্তু এখন ব্যাটারি চালিত হওয়ায় পরিশ্রম কমে গেছে, বেশি মালামাল বহন করা যায়। এতে করে আয় বেড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪০ দিনের কর্মসূচী সহ ভিজিএফ ভিজিডি সহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।
“শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ। তোমাদের স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া ও ভোট কামনা করেন।
সভাপতিত্ব করেন-উত্তর গিদারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মোঃ আব্দুল মালেক সরকার মানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ১১ নং গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ ঈদু,অত্র স্কুলের প্রধান শিক্ষক বেলুছুড় রহমান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আজাদ সহ অনেকে।
আলোচনা পূর্বে দোয়া মোনাজাত হাফেজ আমানুর রহমান ও গীতা পাঠ করেন স্কুলের শিক্ষক স্বপ্না সাহা।
পরে গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৩য় তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।
বিডি গাইবান্ধা/