: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী,জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরনে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
হুইপ বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে বাঙ্গালী মুক্তি ঘটেছে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হাতে নিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য পরিচালনা করেন। সাধারন আইনে বিচার কার্য পরিচালনা করেন। জনগনকে ১০০ ভাগ বিদ্যুৎ এর আওতায় এনে দিয়েছে প্রধানমন্ত্রী। জনগণকে অর্থনৈতিক অবস্থায় স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী।
বিএনপি সরকার থাকতে ৩৮০০ বিদ্যুৎ সঞ্চালন ছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২৫ হাজারের উপরে বিদ্যুৎ এর সঞ্চালন করেছেন।
মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি লুদমিনা পারভীন ছন্দা,র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহমুদা পারুল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মহিলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মিনু রানী মহন্ত, সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি, পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাফিয়া আক্তার রিনা সহ অনেকে।
বিডি গাইবান্ধা/