আজ ২১ শে আগষ্ট রোজ সোমবার নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এস এস সি ২০২৩ ১ম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে প্রশংসাপত্র বিতর করা হয়। এস এস সি ২০২৩ শিক্ষাবর্ষে ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৫৮ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করন, জি পি এ 5 ৩২ জন
A গ্রেট ২৩ জন এবং অকৃতকার্য হন F ৩ জন।
প্রশংসাপত্র বিতরনে উপস্থিত ছিলেন
মোঃ অধ্যক্ষ আব্দুস ছালাম
একাডেমি ইনচার্জ মোর্শেদুল আলম।
অধ্যক্ষ আব্ছুস ছালাম জানান আমরা শিক্ষকরা আন্তরিকতার সহিত শিক্ষা পাঠদান দিয়ে আসতেছি, শিক্ষার্থী সহ তাদের অভিভাবকদের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ রাখি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রহী করার লক্ষে।