ফুলছড়িতে ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব জি এম সেলিম পারভেজ’র সভাপতিত্বে ও
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর সঞ্চালনায় বক্তারা বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতা,সেদিন খুনীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। কিন্তু নারী নেত্রী আইভি রহমানসহ অনেককে আমরা হারিয়েছি।
সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ- সভাপতি আতাউর রহমান বাদল,সহ সভাপতি আঃকুদ্দুস,যুগ্ম সাধারণ সম্পাদক,মাহমুদ হাসান সুজা,মোঃ শহিদুল ইসলাম,রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক মাহদী মাসুদ পলাশ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন কমল মন্ডল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,সোহেল মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক,সিদ্দিকুর রহমান বাবু,উদাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবু,সাংগঠনিক সম্পাদক,আঃরাজ্জাক,উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের উপজেলা সভাপতি,নূর মোহাম্মদ জয় সহ উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।