: গাইবান্ধায় ডিবি পুলিশ কর্তৃক দেশীয় এক নলা বিশিষ্ট অস্ত্র ও গুলিসহ মাসুদ রানা নামে একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন বুধবার সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেছে।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার ইবনে মিজান বলেন-জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় গাইবান্ধা সদর উপজেলা ৫ নং বল্লমঝাড় ইউপির ৫ নং ওয়ার্ডের মোঃ মারুফ মিয়া’র বাড়ীর সামনের পাঁকা রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সিনারী গ্রামের আব্দুল মান্নান সরকার এর পুত্র মোঃ মাসুদ রানা (৪৩) কে গ্রেফতার করে তার নিকট হতে একটি দেশীয় এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান, ০১ (এক) রাউন্ড কার্তুজ, একটি HERO IGNITOR-125cc যার রেজিঃ নং-গাইবান্ধা-হ ১৪-২৩৫৪, ইঞ্জিন নং- JA06EYM900302, চেচিস নং- PS1JAW0731JJ00652, এক লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মটর সাইকেল উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা নং-২০, তাং-১৫/০৮/২০১৩ খ্রিঃ ধারা-১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট (সংশোধন- ২০০২) এর 19-A রুজু হয়েছে।আসামীর দেয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অন্য কেহ জড়িত আছে। কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন), মোঃ ইবনে মিজান, ( অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস) মোঃ ইব্রাহিম হোসেন, ( অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, ডিবি অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক(নিঃ)মোঃ বদরুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বিডি গাইবান্ধা/