: গাইবান্ধা সদর উপজেলার বালাআটা উচ্চ বিদ্যালয়, হাট লক্ষীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসা, লেংগা বাজার বি,এস উচ্চ বিদ্যালয় সহ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবন এর ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এসব শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক ভবন নির্মিত হয়। ৮০ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে বালাআটা উচ্চ বিদ্যালয় এর নবনির্মিত একাডেমিক ভবন নির্মান করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মার্জিনাল ট্রেডার্স এর ঠিকাদার হারুন অর রশীদ।
শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, বালাআটা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ১নং লক্ষীপুর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য শাহ আলম, সাধারন সম্পাদক রেজাউন্নবী সরকার রেজা, হাট লক্ষীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসার সুপার আবুল কাশেম, ম্যানেজিং কমিটির সভাপতি আখলাখ হোসেন।
এ সময় লেংগা বাজার বি,এস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানগন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/