: বিদায় বেলায় নিজেও কাদলেন, অন্যকেও কাদালেন গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন।
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন এর শুভ বিদায় ও নবাগত নির্বাহী প্রকৌশলী পঙ্কজ সাহা’র বরণ – উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দুজনকে পৃথকভাবে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও গিফট প্রদান করেন অফিস কর্মকর্তা ও ঠিকাদারবৃন্দ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার সকল কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ আয়োজনে সোমবার দুপুরে অত্র দপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদায়ী প্রকৌশলীর স্মৃতিচারন করেন- গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও ঠিকাদার আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন- গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, বক্তব্য কালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন আবেগ আপ্লূত হয়ে অশ্রুসিক্ত হন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপ সহকারী প্রকৌশলী আরেফ বিল্লাহ, অত্র অফিসের ষ্টেটিমেটর রাকিবুল ইসলাম,সাদুল্যাপুর সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ, খোকন রানা, শাহ আলী,ইউনুস আলী, ঠিকাদার মোস্তাক আহমেদ,মোফাজ্জল হোসেন সরকার, মাহমুদুন্নবী টিটুল, অত্র অফিস এর উচ্চমান সহকারী আবু জায়েদ মো: আশিকুর রহমান সহ অনেকে।
বক্তারা বিদায়ী ও নতুন নির্বাহী প্রকৌশলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সে আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বিডি গাইবান্ধা/