নীলফামারী সদর উপজেলার ১ নং চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া শহীদ ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয় (সুরেন ডাক্তারের ডাংঙ্গায়) এক দিনের জন্য এলাকার গরিব অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকাল ক্যাম্প আয়োজন করেন মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের কর্তৃপক্ষ।
আজ শনিবার, ৫ আগষ্ট সকাল ৯ টা থেকে সন্ধান ৫ টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন। মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের আয়োজনে গাইনী ও মেডিসিন ডাঃ মোহাম্মদ শাহিদ রেজা রাব্বি এমবিবিএস (সিইড)
ডিএমইড (আল্ট্রা) জেনারেল প্রাক্টিসনার (মেডিসিন, শিশু , মাইনর সার্জারি, হাড়-ভাঙ্গা ও ব্যাথা এবং চর্ম ও যৌন রোগ)
আবাসিক মেডিকেল অফিসার মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটাল, নীলফামারী)।
ডাঃ লামিয়া আফরোজ
এমবিবিএস (ডিইউ), ডিএমইউ (আল্ট্রা)
পিজিটি (গাইনী এন্ড অবস্)
প্রাক্তন অনারারী মেডিকল অফিসার (গাইনর এন্ড অবস্) শহীদ সারওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, ও ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা আবাসিক মেডিকেল অফিসার (গাইনী এন্ড অবস্) ও আবাসিক গাইনী সার্জন
মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটাল, নীলফামারী।
রোগীদের সাথে কথা বললে তারা জানান টাকার অভাবে আমরা ভালো ডাক্তার দেখাতে পারি না আজ আমরা বিনামূল্যে কোন অর্থ ছাড়াই ডাক্তার দেখালাম। আমরা সবাই অনেক উপকৃত।
ফ্রি মেডিকাল ক্যাম্পে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র নাথ রায়,
বীর মুক্তিযোদ্ধা বুদুরাম রায়, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ রায় এবং বীর মুক্তিযোদ্ধা খোকা রায়। নিপুন চন্দ্র রায়, মানিক চন্দ্র রায়, শ্রী যুক্ত জগদীশ চন্দ্র রায় এবং সানু রায় সহ মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাবিরুল ইসলাম লিটন ও তার সহধর্মিণী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোছাঃ রোকসানা ইসলাম নীলফামারীতে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটাল।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাবিরুল ইসলাম লিটন (লিটু) জানান আমাদের ফ্রি মেডিকাল ক্যাম্প সেবা নীলফামারী সদর উপজেলার প্রতিটি গ্রাম-মহল্লায় প্রতি শনিবার করে ফ্রি মেডিকাল ক্যাম্প সেবাটি চলমান থাকবে। গ্রামের অসহায় দুঃখী রোগীরা অর্থ না থাকার কারনে তারা চিকিৎসা সেবা পাচ্ছে না, তাই আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি মেডিকাল ক্যাম্প সেবাটি চালু করি।