গাইবান্ধায় আদালত চত্বরে মামলার বিবাদী কে হাজিরা দিতে বাধা প্রদানসহ মারধরের ঘটনা ঘটেছে।সেই ভিডিও ধারণ করার সময় পেশাগত দায়িত্ব পালনকালে এশিয়ান টেলিভিশন এর ফুলছড়ি উপজেলা প্রতিনিধি ও আমার বার্তার জেলা প্রতিনিধি তুহিনের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করা হয়েছ।
বুধবার (৩ আগস্ট ) সকাল সাড়ে ১১টার দিকে বিজ্ঞ পারিবারিক জজ আদালত ফুলছড়ি গাইবান্ধার বারান্দায় এ ঘটনা ঘটে।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মক্ষীরানী বদের শিরোমনী দুষ্কৃতকারী রওসোনারা এই হামলা চালায়।
যানা যায়,পারিবারিক ১১/২০২৩ অন্য মামলার বিবাদী আজাদুল বিজ্ঞ আদালতে মামলার হাজিরা দিতে আসলে এই মক্ষীরানি তার লোকজন সহ প্রথমে আজাদুল ও তার বৃদ্ধ বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আজাদুলকে মারধর করে আদালত চত্বর থেকে বের করে দেয়।
এ বিষয়টি এশিয়ান টেলিভিশন এর ফুলছড়ি প্রতিনিধি ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি তুহিনের নজরে আসলে ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে এই মক্ষীরানি তার ক্যামেরা ও মোবাইল এর উপর হামলা চালায়।এতে তার ক্যামেরা ও হাতে থাকা মোবাইল টি ভেঙেচুরে নষ্ট হয়ে যায়।
এ ঘটনার সাথে সাথে জাতীয় জরুরিসেবা ৯৯৯ এ ফোন করলে সাথে সাথে পুলিশ এসে পরিবেশ ঠান্ডা করে থানায় একটি অভিযোগ দ্বায়ের করতে বলেন।
আদালতে মামলার বিবাদী কে হাজিরা দিতে বাধাপ্রদান আবার মারধর করে আদালত চত্বর থেকে তাদের বের করে দেয়া এই সভ্য জগতে মেনেনেয়া যায়না।আবার সাংবাদিক সেই ঘটনা ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হবেন আসলে বিষয়টি দুঃখজনক।আমরা এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।আর অতিদ্রুত এঘটনা যারা ঘটিয়েছে তাধের শাস্তি কামনা করছি।