শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের পরিবারের সদস্য শ্রী শ্রী বড়মার ১৩০ তম জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার গাইবান্ধা শহরের পুলবন্দিস্থ ফলিয়ার সৎসঙ্গ আশ্রমে বিকেল হতে সন্ধ্যা অবধি প্রার্থনা, ভক্তিমুলক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রার্থনা অনুষ্ঠানে ভক্তপ্রান মায়েরা সাদা শাড়ি লাল পাড় শাড়ি পড়ে সুজ্জিত হয়ে প্রার্থনায় অংশ গ্রহন করে।
এতে সভানেত্রী হিসেবে বক্তব্য রাখেন মীরা রানী দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তৃপ্তি দাস, কামনা রানী বর্মন, পুতুল রানী মদক, পলাশ মদক, হীরা রানী সাহা, প্রীতম কুমার দাস সহ অনেকে।
ভক্তিমূলক গান পরিবেশন করে পুতুল রানী মদক ও পলাশ কুমার মদক।
শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়।
উপস্থিত ছিলেন অধুর্য্য ধীমান চন্দ্র দাস ও দিগেন চন্দ্র দাস সহ ভক্তপ্রান মা দাদারা।
বিডি গাইবান্ধা/