: গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল’ এর সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল গাইবান্ধার উন্নয়নে তার কার্যক্রমে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায়
উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, এনডিসি জুয়েল মিয়া, বাংলাদেশ বেতার প্রতিনিধি গোবিন্দ লাল দাস, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক পাল, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, আরটিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সময় টিভির প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আই পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক নব চেতনার প্রতিনিধি হাবিবুর রহমান, গ্লোবাল টিভির প্রতিনিধি আতিক বাবু, মানবজমিন পত্রিকার প্রতিনিধি রওশন হাবিব, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক আশরাফুল ইসলাম,দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি শিপলু, রেডিও সারাবেলার নিউজ প্রোডিউসার ফরহাদ হোসেন, দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার সম্পাদক ওমর ফারুক রুবেল, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক মাধুকর পত্রিকার ষ্টাফ রিপোর্টার আবু সায়েম শান্ত, বাংলা নিউজ টুয়েন্টিফোর পত্রিকার প্রতিনিধি আশিক শাওন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি রিফাতুন্নবী সহ অনেকে।
সভায় বক্তারা গাইবান্ধার বিভিন্ন সমস্যা তুলে ধরে জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
বিডি গাইবান্ধা/