নীলফামারীর মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই ) স্থানীয় বেসরকারী হাসপাতাল মাহাবুবা মেমোরিয়া জেনারেল হসপিটালের আয়োজনে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ।
নীলফামারী সদর উপজেলায় খোকশাবাড়ী সন্যাসীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের
উদ্যোগে গাইনী ও মেডিসিন বিভাগের দু’জন ডাক্তার পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও পরামর্শ দেওয়া হয়।
ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের ২ জন গাইনী ও মেডিসিন বিভাগের ডাক্তার নিয়োজিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাবিরুল ইসলাম লিটন ও তার সহধর্মিণী অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোছাঃ রোকসানা ইসলামসহ অত্র স্কুলের প্রধান শিক্ষক মো শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ চ্যাটাজী, প্রদীপ কুমার রায়, তহিদুল ইসলাম, নির্মল কুমার (সাধন), জাতীয় পার্টির খোকশাবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, বিজিবি সদস্য – সুরুজজ্জামান ইসলাম, প্রফুল্য কুমার রায়সহ হসপিটালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাহাবুবা মেমোরিয়াল জেনারেল হসপিটালের চেয়ারম্যান মোছাঃ রোকসানা ইসলাম বলেন, আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা। সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি । শুধু খোকশাবাড়ী সন্যাসীতলা এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। সেই সাথে প্রতি সপ্তাহে শনিবার আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প বিভিন্ন এলাকায় চালু থাকবে এবং২৪ ঘন্টায় হসপিটালে এম্বুলেন্স সেবাটিও চালু থাকবে।