: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২৩ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
অলিউর রহমান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস মনে করে সীমাবদ্ধ থাকলেই চলবে না। এটি আগষ্ট মাস জুড়ে প্রতিপালন করতে হবে। এর মাধ্যমে জাতিকে পরিপূর্ণভাবে জানাতে চাই। দিবসটিতে সকলকে সরকারি ছুটি মনে করলে হবে না। এই রাষ্ট্রীয় প্রগ্রামে সকলকে অংশগ্রহণ এর কথা বলেন। এতে করে মানুষ অনুসরণ করবে ও নতুন প্রজন্ম শিখবে।
গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মিরাজুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর সহকারী পরিচালক হামিদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক কে,এম রেজাউল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকসী সূর্য্য, জেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার,সাংবাদিক আব্দুস ছাত্তার সহ অনেকে। এতে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন, সাংবাদিক, এনজিওর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভায় ১৩ই আগষ্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ছবির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নেয়া সহ ১৫ই আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকাল ১০ টায় আলোচনা সভা, সুবিধামত সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত, বিভিন্ন মন্দির ও উপাসানালয়ে প্রার্থনা অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় পৌরপার্কে বঙ্গবন্ধুর জীবনের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এর সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি গাইবান্ধা/