: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা সদর উপজেলা ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি পরেশ চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক সুদেব চৌধুরী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি পরেশ চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক সুদেব চৌধুরী স্বাক্ষরিত উপজেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে প্রেরনকৃত চিঠির প্যাড সূত্রে জানা গেছে- সদর ও সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি- সাধারন সম্পাদক ইউনিয়ন সম্মেলন বা কাউন্সিল সম্পন্ন করেন নাই। যার কারনে সংগঠন এর কার্যক্রম স্থবির হয়ে পরে। সদর উপজেলা সভাপতি গত ২২ সালের ১৭ই সেপ্টেম্বর পুজা উদযাপন পরিষদ কার্যনির্বাহী কমিটির সভায় গত ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে অসমাপ্ত ইউনিয়নগুলোর ও পৌরসভার সম্মেলন বা কাউন্সিল সফল করেন নি। বিগত ২৪ মার্চ ২০২৩ ইং তারিখ জেলা পুজা উদযাপন পরিষদ কার্যনির্বাহী সভায় চলতি সালের ১৫ই এপ্রিল তারিখের মধ্যে অসমাপ্ত ইউনিয়ন/উপজেলা কাউন্সিল করার প্রত্যয় ব্যক্ত করলেও তা অতিক্রম হয়েছে।
এতে করে গত ২৪ জুলাই ২৩ ইং তারিখ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ১১/খ ধারা মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষনা করে আহবায়ক কমিটি গঠন করেছে। উক্ত আহবায়ক কমিটি ২৫ জুলাই ২৩ ইং তারিখ হতে ৩০ দিনের মধ্যে অসমাপ্ত ইউনিয়ন কাউন্সিল বা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন অন্যথায় আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করবে।
বিডি গাইবান্ধা /