গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ২৪ জন হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে মিশুক ভ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ এর আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থবছরে এডিপির অর্থায়নে এসব মিশুক ভ্যান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, হুইপের সহকারী একান্ত সচিব সবুর হোসেন সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
সুবিধাভোগী অনেকে বলেন- আগে মানুষের জমিতে কাজ করতেন। আবার কেউ বা ভাড়া চালিত রিক্সা চালাতেন। এতে করে পরিবার পরিজন নিয়ে একটু আর্থিক কষ্টের দিন কাটতো। এখন নিজের মিশুক ভ্যান পেয়ে ভাল লাগছে। আগের থেকে ভালভাবে চলতে পারব।
উল্লেখ্য, আজ ২৫ জন সহ চতুর্থ দফায় মোট ১শ ১২ জনকে মিশুক ভ্যান বিতরণ করা হয়।
বিডি গাইবান্ধা/