– গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে কঞ্চিপাড়া নজরুল হক আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকদের সাথে এক যোগে কাজ করার প্রত্যয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে সামাজিক আচরণ পরিবর্তন শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে প্রোগ্রামটি কঞ্চিপাড়া নজরুল হক আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- অত্র প্রকল্পের প্রোগ্রাম অফিসার রেখা খাতুন। কঞ্চিপাড়া নজরুল হক আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট প্রধান শিক্ষক মোঃ রুবেল প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিস কেস ম্যানেজার মোঃ শফিকুর রহমান খান সহ ফুলছুড়ি গাইবান্ধা এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ হচ্ছে সমাজের একটি ব্যধি, এটি প্রতিরোধে আমাদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং ছাত্রীবৃন্দ সকলে অঙ্গিকারাবদ্ধ তারা কেহ ১৮ বছরের আগে বিয়ে করবেনা।
বিশেষ অতিথি বাল্যবিবাহের শাস্তি তুলে ধরে বলেন- সকলকে এক হয়ে সমাজের জন্য সচেতন মুলক কাজ করার আহব্বান জানান।
বিডি গাইবান্ধা/