গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা বিষয়ে বিভিন্ন ব্যবসায়িক গ্রুফ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টোক হোল্ডারদের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফ এর অর্থায়নে সামাজিক আচরণ পরিবর্তন শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে প্রোগ্রামটি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম অফিসার রেখা খাতুন। কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহেল রানা সালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কঞ্চিপাড়া ইউনিয়ন জামে মসজিদের ইমাম ইমাম মো: মাহমুদুল হাসান।
উপস্থিত ছিলেন- শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইমাম, প্রতিবন্ধী ব্যক্তি, অটো শ্রমিক নেতা, ভ্যান কমিটির সভাপতি, ব্যবসায়ি, অভিভাবক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্য ইমাম বলেন, বাল্যবিবাহ হচ্ছে সমাজের একটি ব্যধি, এটি বন্ধ করার লক্ষে আমাদের এক হয়ে কাজ করা প্রয়োজন। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার করে , ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব বলে জানান তিনি । সভাপতির বক্তব্যে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সকলকে বাল্যবিবাহ কমিয়ে আনার জন্য এক যোগে কাজ করার আহ্বান জানান।
বিডি গাইবান্ধা/