চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতা ২০২৩-এর প্রতিযোগি বগুড়ার মেয়ে মুহুর্ত সরকার। সে সেরা কন্ঠ হিসেবে বিজয়ী হতে সকলের নিকট বেশি বেশি এস,এমএস কামনা করেছেন।
ভোটের সময় ২০ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ হতে ২২ জুলাই রাত ১২টা পর্যন্ত। এস,এম এস করতে OCSK স্পেস MUHURTO লিখে পাঠিয়ে দিন 26969 এ যত খুশি তত বার। প্রতিযোগিতা দেখতে চোখ রাখুন চ্যানেল আই এ ২০ জুলাই বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে।
মুহুর্ত সরকার বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ কাকড়া গ্রামের গৌতম সরকার লিটন ও স্বর্ণা সরকার এর মেয়ে এবং বগুড়া ইয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয়েরর নবম শ্রেণীর ছাত্রী৷ পারিবারিক জীবনে মুহুর্ত সরকার এক ভাই ১ বোন।
বিডি গাইবান্ধা/