: গাইবান্ধায় উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের আলোকিত নারীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার’ গাইবান্ধার আয়োজনে ও মডারেটর- আমার পছন্দ স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি, জয়া কিচেন স্বত্বাধিকারী জয়া দত্ত, তামান্না বুটিকস হাউস এর স্বত্বাধিকারী তামান্না ইসলাম নম্পার সহযোগীতায় শনিবার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ” উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার এর সঙ্গে থাকুন” বেকার মুক্ত জীবন গড়ুন” এই লক্ষ্যকে সামনে রেখে উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের আলোকিত নারীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উদ্যোক্তাদের মাঝে অ্যাওয়ার্ড স্বরুপ ক্রেস্ট বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়ের মতলুবর রহমান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা,বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার।
উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার ফাউন্ডার এডমিন মীর এম,এম শামীম এর সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার এডমিন ও মেহুলী বুটিক এন্ড কেক হাউস স্বত্বাধিকারী মীর শারমিন শিমু।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- সিনফিয়া মার্ট স্বত্বাধিকারী সিলভিয়া আক্তার, স্বপ্ন আঁকা স্বত্বাধিকারী ফরিদা পারভীন, ফাতিহা হ্যান্ডিক্রাফট স্বত্বাধিকারী তাসলিমা আক্তার।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উদ্যোক্তা রবিউল ইসলাম রবি।
পবিত্র গীতা পাঠ করেন- প্রতীক রায়। অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট প্রদান মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সিনফিয়া মার্ট স্বত্বাধিকারী সিলভিয়া আক্তার, স্বপ্ন আঁকা স্বত্বাধিকারী ফরিদা পারভীন, ফাতিহা হ্যান্ডিক্রাফট স্বত্বাধিকারী তাসলিমা আক্তার, আমার পছন্দ স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি, জয়া কিচেন স্বত্বাধিকারী জয়া দত্ত, তামান্না বুটিকস হাউস এর স্বত্বাধিকারী তামান্না ইসলাম নম্পা, রাজকন্যা বুটিকস স্বত্বাধিকারী শাহনাজ আক্তার সহ মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিডি গাইবান্ধা/