গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের দূরপাল্লার গাড়ী চেকিং অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার হয়েছে৷
থানা সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমানের এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য মেহেদী হাসান,জুম্মন প্রধান, জাকির হোসেন, সবুজ মিয়া, আশফাকুর রহমান, মোখলেছুর রহমানসহ একটি টিম পলাশবাড়ী পৌরসভাস্থ বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর টু বগুড়া মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ১৩ জুলাই বৃহস্পতিবার ৫ টার পর যাত্রীবাহী আগমন এন্টারপ্রাইজ নামে বাস, যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১১-০২৩৭ এ গাড়ীটি থামিয়ে সন্দেহ ভাজনদের চেকিং করাকালে গ্রেফতাকৃত ১। ওবায়দুল ইসলাম (৩২) এর হেফাজত হইতে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ১। ওবায়দুল ইসলাম (৩২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাটারি গ্রামের পিতা-মৃত আঃ জব্বার ও রুপবানু বেগমের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদকারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধারা-৩৬(১) এর সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়।