গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন এর খারজানির চরে নদীভাংগন কবলিত এলাকা পরিদর্শন করে বানিভাসি মানুষের মাঝে শুকনা খাবার, ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম।
জানা গেছে- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লার চড় ইউনিয়নের বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে পানি বন্দি হয়ে পড়েছে শত-শত মানুষ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমানের নির্দেশে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বন্যা দুর্গত এলাকা খারজানির চর পরিদর্শন করে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার (চিড়া-মুড়ি,চাল) ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন।
এ সময় কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম জানান,”গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল গুলোতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে পানি বন্দি মানুষের মাঝে আজ দুপুরে ২৫০ প্যাকেট শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি।
উল্লেখ্য,গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার কামারজানি ও মোল্লার ইউনিয়নে বন্যার সৃষ্টি হয়েছে।
বিডি গাইবান্ধা/