রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

মানসিক প্রশান্তির খোজে গাইবান্ধার নদী বিধৌত বালাসীঘাটের সুন্দরদৃশ্য উপভোগে ভ্রমনপিপাসুদের উপচেপড়া ভিড়

সঞ্জয় সাহাঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩

: গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় তেমন কোনো বিনোদনকেন্দ্র ও মানষিক প্রশান্তির জায়গা না থাকায় গাইবান্ধার বৃহত্তম নৌবন্দর ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এখন ভ্রমনপিপাসুদের বিনোদনের একমাত্র কেন্দ্র হয়ে উঠেছে।

প্রতি বছর মুসলিম সম্প্রদায়ের দুই ঈদ, পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ সহ প্রতিদিন ভ্রমনপিপাসুদের বিনোদনকেন্দ্র কেন্দ্র হিসেবে ভীর জমাচ্ছে গাইবান্ধার বালাসীঘাট নদীর পাড় বালাসী লঞ্চঘাট টার্মিনালের ভিতর। বাসায় থাকতে থাকতে একঘেয়েমি লাগায় মানসিক প্রশান্তি সহ মন ও শরীরকে শীতল করতে বালাসীঘাটে ছুটছে ভ্রমনপিপাসুরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট কয়েক শতাধিক মানুষের ঢলে মুখরিত হচ্ছে। নদীর পাড়ে বসেছে রিভারভিউ নামে ক্যাফে, ঝালমুড়িসহ হরেক রকমের পণ্যের দোকান। অনেকেই আবার বালাসীঘাট ও ব্রহ্মপুত্র নদকে এক নজর দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন।

 

তবে গাইবান্ধা শহরের একটু দূরে এস,কে,এস ইন থাকলেও সেখানে প্রবেশ করতে ২০০ টাকা টিকিট গুনায় সচরাচর সেখানে প্রবেশে অনিহা থাকে ভ্রমনপিপাসুদের।

 

  দেখা গেছে-পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গাইবান্ধায় আত্বীয়ের বাড়ি এসেছেন গাইবান্ধার বিভিন্ন উপজেলা ছাড়াও রংপুর, বগুড়া, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার মানুষ। আর তাই ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঈদের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে বালাসীঘাটে এসেছেন সুন্দর দৃশ্য ও মনোরম পরিবেশ উপভোগের জন্য। তারা আবার কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ছোট ডিঙি নৌকায় চড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নদীর চরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।

 

এদিকে বালাসীঘাটে ফুচকা, চানাচুর, আইসক্রিমের দোকানের পাশাপাশি বিভিন্ন রকমারির দোকান বসেছে। সব দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল।

 

“গাইবান্ধা শহর থেকে বালাসীঘাটে আসা নীলা” ইসলাম নামে এক যুবতী শিক্ষার্থী বলেন- গাইবান্ধা শহরের বিখ্যাত একটি জায়গা বালাসীঘাট। সুন্দর দৃশ্য। বালাসি ঘাট আসলে মন শীতল হয়ে যায়।

 

“বালাসীঘাটে ঘুরতে আসা প্রভাষক ও ইন্সুরেন্স কর্মকর্তা রমানাথ বর্মন” বলেন- মনকে সতেজ করার গাইবান্ধায় কোনো জায়গা নাই। মনকে সতেজ করতে মানষিক প্রশান্তির জন্য বালাসীঘাট আসা। নদী বিধৌত বালাসিঘাট সুন্দর দৃশ্য ও মনোরম মনমুগ্ধকর পরিবেশ।

 

” বালাসীঘাটের নৌকা চালক দেলোয়ার মিয়া” বলেন- ঈদ উপলক্ষে হামারঘরের রোজগার বেড়েছে। বালাসীঘাটে আসা লোকজন নৌকায় করে খারজানির চড় সহ বিভিন্ন চড়ে ঘুরে বেড়াচ্ছেন। জনপ্রতি আসা ও যাওয়া ৫০ টাকা করে নেয়া হচ্ছে। প্রতিদিন ২হাজার টাকার ভাড়া মেরে তেল খরচ, খাওয়া দাওয়া, ইজারাদার টোল দিয়ে ১ হাজার টাকা লাভ হয়। এ দিয়ে আমরা স্বামী-স্ত্রী, ছেলে মেয়ে সহ চার জন সদস্যের খাবার জুটে।

 

দর্শনার্থীরা বালাসীঘাটে সুপেও পানির পাশাপাশি প্রতিরক্ষা বাঁধের পাশে আগত দর্শনার্থীদের জন্য ব্রেঞ্চ ও ছাতা জাতীয় কিছু অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন বলে দাবী করেন।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102