গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ১৩৭ তম পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ২০১৭ ব্যাচ এর স্মরন, তৌফিক, সিজান, তন্ময় এর আয়োজনে শনিবার সারাদিনব্যাপী পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অত্র স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানে ১৮৮৬ সাল হতে ২০২৩ এস,এস,সি ব্যাচ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাহানা বানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ, জাহিদুল হক,রায়হানুল হক, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল কবির,রেজাউল করিম, মনিন্দ্রনাথ, জাহিদুল ইসলাম।
উপস্থাপনা করেন- ২০০০ ব্যাচ শিক্ষার্থী মো: সানাউল রাব্বী পাভেল।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ১৯৭০ এস,এস,সি ব্যাচ এর বুলু, ১৯৮৭ ব্যাচ হিল্লোল কবির, ১৯৮৯ ব্যাচ শফিউল ইসলাম, এনায়েত হোসেন, ১৯৯১ ব্যাচ এর সাংবাদিক আতিক বাবু, নাহিদ, ১৯৯৮ ব্যাচ এর রব্বানী, ২০০০ ব্যাচ রাগীব, ২০০১ ব্যাচ হাসিব, ২০০২ ব্যাচ হযরত আলী, ২০০৪ ব্যাচ ডা: মঞ্জুরুল হাসান সৌরভ সহ অনেকে।
দুপুরে লাঞ্চ বিরতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি গাইবান্ধা/