প্রতিবছর ঈদ আসলেই গাইবান্ধা শহরের প্রবেশদ্বার সমূহ সহ বিভিন্ন সড়কে দ্রুতগামী যানবাহন, মোটরসাইকেলে তিনজন আরোহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালনা, বন্ধু বান্ধব সহ দ্রুত গতিতে মোটরসাইকেল চালনা, পিকআপে করে ডিজে পার্টি সহ শহর ভ্রমণ, ভ্যাপু বাঁশি ও ডিজে মাইক সহ বালাসী ঘাট ও অন্যান্য জায়গায় উশৃংখলতা জনদুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে। সে সাথে সড়ক দূর্ঘটনার প্রবনতা বেড়ে যায়। অভিভাবকদের সচেতনতার অভাব ও উদাসীনতার কারনে সড়ক দূর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটে থাকে। এতে করে একটি পরিবারের অভিভাবক তার আদরের সন্তান, একমাত্র উপার্জনতম ব্যক্তি সহ পরিবারের সদস্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে।
এরই প্রেক্ষিতে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে ” একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না” এই লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশ সচেতনতা রোধে বৃহস্পতিবার ঈদ উল আযহার দিন বিকাল হতে রাত্রি দশটা পর্যন্ত অভিযান চালিয়ে মাইক্রো, পিকআপ, মটর সাইকেল সহ ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে গাইবান্ধা ট্রাফিক পুলিশ।
“গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক ” অভিভাবকদের উদ্দেশ্যে “বিডি গাইবান্ধা ডট নিউজ” এর প্রতিবেদককে বলেন- আপনারা জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জেলা পুলিশ গাইবান্ধা মনেপ্রাণে বিশ্বাস করে আপনার সন্তানের অথবা পরিবারের দুর্ঘটনা মানেই , আমাদের দুর্ঘটনা। একদিনের আনন্দ ফুর্তি করতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ অথবা প্রাণহানি যেন না হয়। ডিজে পার্টি সহকারে আপনার সন্তানদের ভ্রমনে নিষেধ করুন। সচেতন হোন, দুর্ঘটনা কমাতে দায়িত্বশীল হন। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহায়তা করুন। অভিযানটি ঈদের আনন্দ চলাকালীন সময় অবধি অব্যাহত থাকবে।
বিডি গাইবান্ধা/