রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

চামড়ার অপচয় রোধে ও গরুর ক্ষুদা নিবারনে গাইবান্ধা মর্ডান হাইস্কুল এ পশুর হাটেই লবণ বিক্রি

সঞ্জয় সাহা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

আজ রাত পেরোলেই কাল পবিত্র ঈদ উল আযহা। এ উপলক্ষে গাইবান্ধা শহরের এন,এইচ মডার্ন হাই স্কুল মাঠে বসানো হয়েছে ঐতিহ্যবাহী গরু ও মহিষ ক্রয়ের স্থান মহিষ বাতান হাট। এ পয়েন্টে কোরবানির পশুর চামড়ার অপচয় রোধে ও গরুর ক্ষুদা নিবারনে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লবণ।

 

প্রশাসনের এমন উদ্যোগে সাড়া দিয়ে গরুর হাট শুরুর দিন থেকে পশুর সঙ্গে সঙ্গে লবণও কিনেছেন অনেক ক্রেতা।

 

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধ করতে গাইবান্ধায় কোরবানির পশুর হাটে সুলভ মূল্যে লবণ বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

 

গাইবান্ধা শহরের এন এইচ মডার্ন হাই স্কুল মাঠে এই কার্যক্রম শুরু হয়েছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম।

 

তিনি জানান, জবাইকৃত পশুর চামড়া রাষ্ট্রীয় সম্পদ। দেশের প্রত্যন্ত এলাকার পশুর চামড়া ঢাকার ট্যানারি কারখানাগুলোতে পৌঁছাতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। অনেক সময় সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়া অনুসরণ না করার কারণে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। তাই গাইবান্ধা জেলা প্রশাসন নির্দেশনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া সংরক্ষণে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।” এতে করে গরুর হাটে গরু বিক্রির পাশাপাশি লবণ বিক্রয়ের জন্য পয়েন্ট করা হয়েছে। এই পয়েন্ট থেকে ২৫ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গরু ও মহিষ ক্রয় করতে যারা আসছেন তাদেরকে গরু ও মহিষ চামড়া সংরক্ষণের জন্য লবণ কিনতে উদ্ধুদ্ধ করা হচ্ছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  এই কর্মসূচি সফল করতে চামড়া ব্যবসায়ী,  জনপ্রতিনিধি,  বাজারের ইজারাদার ও সংশ্লিষ্টদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সভা করা হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে সাড়া দিয়ে শুরুর দিনই চামড়া সাময়িকভাবে সংরক্ষণের জন্য পশুর সঙ্গে সঙ্গে লবণও কিনতে দেখা গেছে অনেক ক্রেতাকে।

 

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে আগে কখনো চামড়ার জন্য লবণ কেনা হয়নি। ফলে হঠাৎ যদি প্রয়োজন হয়, তখন না পেয়ে দুর্ভোগে পড়তেন। এখন হাতের কাছে পেয়ে সুলভে ও সহজে নিয়ে যাচ্ছেন তাতে আর ঝামেলা পোহাতে হচ্ছে না।

 

“গাইবান্ধা এনএইচ মডার্ন হাই স্কুল মাঠের মহিষ বাতান হাট এর ইজারাদার আরিফ মিয়া রিজু” বলেন, “অনেক সময় লবণ সংকটে কোরবানির পশুর চামড়া নষ্ট হয়। প্রশাসনের এই উদ্যোগের ফলে চামড়ার মতো মূল্যবান সম্পদের অপচয় কমাতে ও গরুর খাদ্য হিসেবে আমরা পশুর পাশাপাশি লবণ বিক্রি করছি। সে সাথে বেপারীদের যাতে অসুবিধা না হয় সে জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি।

 

“অন্যদিকে ‘সুমন নামে এক ক্রেতার সাথে কথা বললে তিনি জানান- গত বারের চেয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি। গতবার যে গরু ১লক্ষ ৩০ হাজার দিয়ে কিনেছি, সেটা এবার ১লক্ষ ৫০ হাজার দিয়ে ক্রয় করলাম।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102