জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ জেলা পর্যায়ে ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন অর্জন করেন পলাশবাড়ী সরকারি কলেজ।
গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস ও জেলা প্রশাসন এর আয়োজনে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ জেলা পর্যায়ে ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা শহর সহ বিভিন্ন উপজেলার ১৬ টি কলেজ খেলায় অংশগ্রহন করে।
গত ১২ জুন শুরু হয়ে ২৬ জুন শুরু হয়ে ১৫ দিনব্যাপী চলে এই খেলা। ২৬ জুন শুক্রবার ফাইনাল খেলার সমাপনী দিনে কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ বনাম পলাশবাড়ী সরকারি কলেজ অংশগ্রহন করে ০- ১ গোলে কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ দলকে পরাজিত করে পলাশবাড়ী সরকারি কলেজ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস ইব্রাহিম হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পলাশবাড়ী সরকারি কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক আরমান হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাসুদুল হক মাসুদ সহ অনেকে।
সমাপনী খেলায় পলাশবাড়ী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ায় মেডেল ট্রফি ও ২০ হাজার টাকা প্রাইজ মানি, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ রানার্স আপ হওয়ায় মেডেল ট্রফি ও ১৫ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কঞ্চিপাড়া ডিগ্রী কলেজ শিক্ষার্থী জসিম। সেরা গোলকিপার ও খেলোয়ার হিসেবে সৈয়দ আশিক আহমেদ সিহাবকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
বিডি গাইবান্ধা/