আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্রী রিমার হাতে ২৫ জুন রোববার বিকেলে বই কেনার জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।
রিমা খাতুন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা গ্রামের দোকান কর্মচারী আব্দুল মজিদের মেয়ে। সে এবার এসএসসি তে এ+ পেয়ে গোবিন্দগঞ্জ মহিলা কলেজে এইচএসসি তে ভর্তি হয়। কিন্তু অর্থাভাবে বই কিনতে পারছিল না।
এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর আইপিডিজি এপেঃ শাহারুল ইসলাম টিটু, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, সেক্রেটারি এন্ড ডিএনই এপেঃ রফিকুল ইসলাম অপু, ফ্লোর মেম্বার এপেঃ জোবায়ের হোসেন রঞ্জু সহ নেতৃবৃন্দ।