গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় অংশীজনদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অত্র উপজেলার পুটিমারির ইসলামিক ফাউন্ডেশনের মিটিং রুমে সামাজিক শক্তিশালীকরণ এবং সোস্যাল আচরণ পরিবর্তন
প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অথায়নে এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
এখানে উপস্থিত ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ ও সোস্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মনজুর আহমেদ । প্রোগ্রাম ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স সাগর মারান্দী, ডেপুটি ডাইরেক্টর – ফিল্ড প্রোগ্রাম ওপারেশন জেনি এম ডিক্র্র্রজ এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন।
আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মকবুল হোসেন ,শিক্ষক মোঃ ফারুক হোসেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , কিশোর কিশোরী ও সমাজ কমী। প্রোগ্রামটি সার্বিকভাবে উপস্থাপনায় ছিলেন এস বিসি প্রকল্পের গাইবান্ধা প্রজেক্ট অফিসার রেখা খাতুন।
বিডি গাইবান্ধা/