গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের নিয়মিত গাড়ী চেকিং অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ আশরুজ্জামান সম্রাট (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা কে মাদক মুক্ত করতে নিয়মিত থানা পুলিশের অভিযানের অংশ হিসাবে আজ ২০ জুন মঙ্গলবার দুপুরে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে আলম এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আশরাফুজ্জামান সম্রাট কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আশরুজ্জামান সম্রাট (৩৫) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের আজহার আলী রাজা মিয়ার ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।