গাইবান্ধা জেলাধীন ৭ টি উপজেলার ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও বি এন পি’র নেতাকর্মীরা গতকাল ১৯ জুন-২০২৩ ইং দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগ দিতে বগুড়ায় যান। এ যোগদানের লক্ষ্যে বগুড়া রেলওয়ে স্টেশনে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক আতিকুর রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহন হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রনেতা আতিকুর এখনোও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গাইবান্ধা জেলা বি এন পি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক আতিকুরের খোঁজ-খবর নেওয়ার জন্য হাসপাতালে যান এবং তার অবস্হার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্হা করবেন বলেও ডাঃ সাদিক আশ্বস্ত করেন।