গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ পৌর শহরের অদূরে বঙ্গবন্ধু ব্রীজের( করনিপাড়া ব্রীজ) ২০০ মিটার পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি চলাচলের অনুপযোগী হওয়ার উপক্রম হয়ে পড়েছে। অতিবৃষ্টির কারণে বাঁধটির কয়েক স্হানে ফাটল ধরেছে এবং যে-কোন সময় বাঁধটি ভেঙ্গে যেতে পারে বলে এলাকাবাসীর দাবি। বাঁধটি ভেঙ্গে গেলে একদিকে যেমন সোনারায়, বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জের পাশ্ববর্তী এলাকার জনগণের চলাচলের সমস্যা হবে অন্যদিকে হাজার হাজার জনগণ দুর্ভোগের শিকার হবে। তাই জনগণের বৃহৎ স্বার্থে এবং দুর্ভোগ এড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুন্দরগঞ্জ পৌর মেয়র,২ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য জোড় দাবি জানিয়েছেন পথচারী এবং আশে-পাশে বসবাসরত লোকজন। বাঁধটি ভেঙ্গে যাওয়ার বিষয়ে সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার রেজা’র (ডাবলু) সঙ্গে কথা হলে তিনি বলেন, জনকল্যানমূলক কাজের বিষয়ে আমার চেষ্টার কোন ত্রুটি নেই এবং তিনি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করাবেন এবং তার সাধ্যমত সহযোগিতা করবেন।