গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটি গঠনের লক্ষে মন্দির প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকসী সূর্য্য, সহকারী নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সুদেব চৌধুরী ও সুজন প্রসাদ। নির্বাচন কমিশনারগন আহবায়ক কমিটি বিলুপ্ত করে দূর্লভ চন্দ্র মন্ডলকে সভাপতি ও নীলাদ্রি সরকার কে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবানে শুক্রবার সন্ধ্যায় ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকসী সূর্য্য।
সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও নব নির্বাচিত কমিটির সহ সভাপতি দীপক কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সভাপতি চন্দ্র শেখর দাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুজন প্রসাদ, জেলা আওয়ামীলীগ সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ পরিচালক মোস্তাক আহমেদ রঞ্জু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ি মন্দির কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ি মন্দির কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক অশোক সাহা এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা।
এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, দূর্গাবাড়ি মন্দির কমিটির সদস্য সহ প্রায় দেড় দুই শতাধিক ভক্তপ্রান দাদা ও মায়েরা উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/