রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

ঝড়ে গাইবান্ধার আগের বাড়িতে বাড়িঘর ভাংচুর: পৌরমেয়র কাছে আর্থিক সহযোগীতা কামনা জোবেদা খাতুন

সঞ্জয় সাহাঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

সঞ্জয় সাহা: গাইবান্ধা ডেভিড কোম্পানি পাড়ার আগের বাড়ি এলাকার বাসিন্দা জোবেদা খাতুন। বয়স ৬০ বছর। থাকেন মানুষের জায়গায়। মানুষের বাসায় কাজ করে সংসার চলে তার। তিনি এই প্রতিবেদককে বলেন- গতকাল বৃহস্পতিবার বিকেলে হটাৎ করি ঝড় আসলো। প্রথমে ভেবেছিনুম বৃষ্টি হবো। এর মধ্যে জোরে বাতাস এসে ঘড়ের চাল, টিভি, ফ্রিজ, সব লণ্ডভণ্ড করে গেছে। চুরমার হয়ে গেছে কাচের সব জিনিসপত্র। খুব কষ্ট করে এসব করেছিলুম। থাকার মত কোনো জায়গা নাই। রাত্রে এখানে জীবনযাপন করেছম। সারারাত ঘুমাম নি। হাতে পয়সাকড়ি কিছুই নাই। আমার ছেলে নাই করমো আলা মানুষ নাই। খুব অসহায়। আমি এ জন্য পৌর মেয়র ও জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

 

“শাহানা বেগম৷ বয়স আনুমানিক ৫০ হবে।
মানুষের বাসায় কাজ করেন। তিনি বলেন- গতকাল হটাৎ করি ঝড় বাতাস আসিয়া বাড়িঘর ভাঙ্গিচুরি দিয়া গেল। হামার সামর্থ্য নাই এসব ঠিক করার। পৌর মেয়র সকালে এসে দেখে গেছে। কিন্তু কিছু করেনাই ও আশ্বাসও দেয়নি। আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। পৌর মেয়র কিছু সাহায্য না করলে হামার ঠিক করার তৌফিক নাই।

 

মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের প্রভাবে গাইবান্ধার ডেভিড কোম্পানি পাড়ার আগের বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া ৩টি  পরিবার এমনটা জানান।

 

শুধু তাই নয়- গাইবান্ধা শহর, সদর উপজেলার কামারজানি, তুলশীঘাট, সুন্দরগঞ্জ উপজেলার মাঠবাজার, গাইবান্ধার সাদুল্যাপুর সহ গাইবান্ধার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বৃষ্টি ও ঝড়ে টিন উড়ে যাওয়ায় ও গাছপালা, বিদ্যুৎ এর পোল পড়ে যাওয়ায় আর্থিক, শারীরিক ও মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষজন। বিশেষ করে দিন এনে দিন খাওয়া নিম্ন আয়ের মানুষ। পিডিবি ও পল্লীবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে জেলা বাসী। এলাকাভিত্তিক ৯ থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎহীন থাকে শহর ও জেলাবাসী।

অন্যদিকে- ঝড়ে আগেরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ নিয়ে কিছু আর্থিক সহযোগীতা প্রদান করেছেন গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র এ্যাড: শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এছাড়াও গাইবান্ধা বর্তমান পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102