রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেলসহ পলাশবাড়ী থানা পুলিশের হাতে ৯ জন আন্তঃজেলা চোর গ্রেফতার  ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা- গাইবান্ধায় হুইপ গিনি এমপি ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লক্ষ টন যা মুলত দেশের উত্তর বঙ্গে উৎপাদিত হচ্ছে । গাইবান্ধায় নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।  কারিগরী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও শেলাই মেশিন বিতরণ  দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হূমায়ুন কবীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। কৃষকদের অধিক সেবা দিতেই স্কুটি নিয়ে ছুটে চলছেন নারী উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন দিনাজপুরে সাংবাদিক হুমায়ূন কবিরের জানাজা ও দাফন সম্পন্ন দুই যুগ পেরিয়ে২৫ বছরে পদার্পন করেছে (হাবিপ্রবি)

ডাঃ মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টার,গাইবান্ধা । ০১৭৬৭-৩০৬৭০২

আব্দুস সোবহান গং কর্তৃক গোবিন্দগঞ্জের ওয়াদুদ আকন্দের জমি জাল দলিল করে আত্মসাতের চেষ্টা!

সঞ্জয় সাহা:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩

: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কুমিদপুর গ্রামের এজমাল আলীর পুত্র আব্দুস সোবহান কর্তৃক গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা গ্রামের মৃত: হোসেন আলীর পুত্র ওয়াদুদ আকন্দের জমি জাল দলিল করে আত্মসাতের চেষ্টা সহ তাকে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুবিচার পেতে ভুক্তভোগী ওয়াদুদ আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত এর মামলার কাগজ সূত্রে জানা যায়- উক্ত বাদী ওয়াদুদ আকন্দের পিতা হোসেন আলী ১৯৯৫ সালে মৃত্যুবরণ  করলে প্রথম বিবাদী আব্দুস সোবহান গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা গ্রামের শুকুর আলীর পুত্র মামলার ৫ নং বিবাদী শওকত আলী ৭০ ও শওকত আলীর পুত্র আব্দুর রশীদ এবং আব্দুল আজিজ এর যোগসাজসে বাদীর পিতার নামে গত ১৯৭৯ সালের ২৯ এপ্রিল ইং তারিখে ৫২৬২ নং দলিল মূলে ক্রয় দেখিয়ে এক একর জমি মৃত শুকুর আলীর পুত্র মৃত হোসেন আলী আকন্দ উক্ত তপশীল বর্ণিত নালিশী জমির অংশ প্রাপ্ত হয়েছেন বলে বাদীকে জানান এবং পরবর্তীতে বিবাদী গং ১৯৭৯ সালের ১৩ই জুন ৯৭০৭/৭৯ নং হেবাবিল এওয়াজ মূলে বাদী ও ৫ নং বিবাদী শওকত আলী বরাবর হস্তান্তর করেছেন মর্মে দলিল রেজিষ্ট্রেশন করেছেন। যা মূলত জ্বাল দলিল। প্রকৃত পক্ষে শুকুর আলীর আকন্দ ‘র পুত্র হোসেন আলী আকন্দ ১৯৭৫ সালের ১২ই জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বাদীর পিতা মারা যাবার পর বিবাদীগন গত ১৯৭৯ সালের ২৯ এপ্রিল ও ২০২২ সালের ১লা ডিসেম্বর তার ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর এর সত্ত দখলীয় নামজারি কেস নং- ১৫৪৭/১-৩৬,( ১১-১)১৮-১৯ খারিজকৃত ২.৪৭ শতক নামজারি কেস নং- ১৫৪৭/১-১)১৯২০ নিম্ন তপশীল ভুক্ত জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করেছেন।  এতে করে বাদীর তপশীল ভুক্ত জমি ভোগ দখলের জন্য  বেদখলের করতে বাদী ওয়াদুদ আকন্দকে  খুন জখমের হুমকি প্রদান করছেন বিবাদী আব্দুস সোবহান গং। সে সাথে মামলার ১ থেকে ৮ নং বিবাদীর কাছে মুল দলিল আছে বলে হুমকি প্রদর্শন করে চলতি ২০২৩ সালের ১লা মার্চ বুধবার সকাল ১১ টায় আব্দুস সোবহান সহ অন্যান্য বিবাদী বাদীর বসতবাড়ীতে প্রবেশ করে দলিলের ফটোকপি দেখালে বাদী জাল দলিল সম্পর্কে জানেন। এ বিষয়ে বিবাদীদেরকে গ্রেফতার করতে কোর্টের বিচারকের নিকট প্রার্থনা কামনা করে ১৪৩/৪৪৮/৪৬৭/৬৬৮/৪৭১/৫০৬) ১০৯ দণ্ডবিধি ধারায় ২০২৩ সালের  সি আর নং২০৩  মামলা করেছেন ভুক্তভোগী ওয়াদুদ আকন্দ।

বিডি গাইবান্ধা/

Print Friendly, PDF & Email

যমুনা প্লাজা,গাইবান্ধা -01740569856

জিনিয়াস কিন্ডার গার্টেন এন্ড স্কুল ও জিনিয়াস এডুকেয়ার

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
bdgaibandha.news©2020 All rights reserved
themesba-lates1749691102